পাখি পাখি পাখি আর পাখি............


এবার ঈদে দাদা বাড়ী যাওয়ার পথে প্রচুর জ্যামের কবলে পড়েছিলাম.... সময় লেগেছিল সাধারন সময়ের প্রায় দ্বিগুণ, আর ফেরী ঘাটে (পাটুরিয়া) তো ২.৫ ঘন্টার উপর লেগে গেলো.... (যদিও কাকতালীয় ভাবে সেখানে কলেজের এক ছোট ভাই আর গোটা ২ স্কুলের বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়ার আড্ডা ভালই জমেছিল একটা চায়ের দোকানে, তাই সময় খুব খারাপ গেছে বলা যায় না.....)


যাই হোক, দাদা বাড়ী পৌছুতে পৌছুতে রাত... আর শরীর জুড়ে ক্লান্তি......
তাই দেরী না করেই ঘুম.... সকালে ঘুম ভাঙ্গতেই পাখির কিচিরমিচির..... (অবশ্য গ্রামে এটা খুবই স্বাভাবিক... কিন্তু শব্দটা খুব বেশিই লাগছিল)
ক্লান্তি আর অলসতায় তখন ঘুম থেকেও ওঠা হয়নি, তাই বুঝিও নাই ব্যপারটা...
অবশ্য সন্ধ্যা হতে হতেই ঘটনা পরিষ্কার হয়ে উঠলো।
রাতে আমার দাদা বাড়ীর উপরে আশ্রয় নেয় প্রায় লাখ খানেক পাখি, ভোর হতেই আবার চলে যায়, আমাদের বাড়ীতে কেউ পাখির কোন ক্ষতি করে না বলে (ক্ষতি বলতে, ঢিল ছোঁড়া থেকে শুরু করে গুলি করে পাখি মারা) তারা নিরাপদ আশ্রয় হিসেবে এটা বেছে নিয়েছে...


সন্ধ্যা থেকেই ক্যামেরায় কিছু ছবি নেয়া শুরু করলাম, কিন্তু যেহেতু বেশ দূরের ছবি নিতে হয়েছে, তাই সাধারন ডিজিটাল ক্যামেরায় আর খুব ভালো কিছু তোলা যায়নি, হয়তো ডিএসেলআর হলে ভালো তোলা যেতো.....


যাই হোক, কিছু ছবি শেয়ার করছি....
(ছবিগুলো ছোট আকারে আছে এখানে... অবশ্য আমার কাছে ১০মেগা পিক্সেই ছবি গুলো আছে...)






Photobucket


Photobucket


Photobucket
আকাশে উড়ন্ত পাখি


Photobucket
গাছে বসা পানকৌড়ি


Photobucket
গাছে বসা বক


Photobucket
সন্ধ্যার আকাশে চাঁদ আর পাখি


পাখি সম্বন্ধে জ্ঞান খুব বেশি না, তাই সাধারন লোকজনের কাছ থেকেই যা জানলাম – কালো পাখি গুলো পানকৌড়ি, আর সাদা গুলো বক, কেউ কেউ আবার বলে ওগুলো সারস.....


শেষ কথা, হয়তো মানুষই এ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, যেই পাখি দের কে আশেপাশের মানুষদেরকে বুঝিয়ে আঘাত না করে রাখা হয়েছে, রাতে (বেশ রাতে ১১ – সাড়ে ১১টার দিকে - গ্রামে ওটাই খুব রাত) কারা যেন বিশেষ পদ্ধতিতে আঘাত করেছিলো... হঠাত রাতে অনেক পাখি আকাশে উড়ে যায়... তাকিয়ে দেখি চাঁদের আলোতে আকাশে হাজারো পাখি.... (খারাপই লাগছিল, মানুষ নিজেরাই যদি এমন আচরন করে সাধারন প্রাণীদের সাথে......)
পরে অবশ্য কিছু লোক আলো হাতে সেদিকে গিয়ে দেখে ৩-৪ জন দৌড়ে যাচ্ছে (এটা বলা আবশ্যক আমাদের দাদা বাড়ীতে অর্থাৎ সেই গ্রামে এখনও বিদ্যুত পৌছায়নি)..... আর সম্ভব হয়নি তাদেরকে চেনা বা ধরা.......


যাই হোক, এভাবে হাজারে হাজারে - লাখ খানেক পাখি দেখে সত্যিই চমৎকার লাগলো।

0 মন্তব্য:

Copyright © 2009 - সার্জা'র ব্লগ - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template